প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের সব জেলা-উপজেলার সরকারি হাসপাতালের জনবলের তালিকা পাঠানোর নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন। শুধু জনবল নয়, হাসপাতালের স্থাপনায় সমস্যা আছে কি না, পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতির কী অবস্থা-যাবতীয় তথ্য প্রধানমন্ত্রী নিজে দেখতে চেয়েছেন।
জনগণের হাতের কাছে চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার জেলা পর্যায়ে জেলা সদর হাসপাতাল, উপজেলা পর্যায়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন পর্যায়ে উপ-স্বাস্থ্য কেন্দ্র ও ওয়ার্ড পর্যায়ে হেলথ কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছে। দেশের অর্ধেক জেলা সদর হাসপাতালে আইসিইউ নেই। সেখানেও জনবলের সংকট।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অধিকাংশ যন্ত্রপাতি জনবলের অভাবে বাক্সবন্দি অবস্থায় পড়ে আছে, অপারেশন বন্ধ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে কনসালটেন্ট না থাকায় রোগীরা অপারেশনসহ চিকিৎসা থেকে বঞ্চিত। প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ থেকে ছয়টি কনসালটেন্ট পদ আছে। প্রতিটি পদই বিশেষজ্ঞ চিকিৎসকের পদ। এখানে থাকার কথা জেনারেল সার্জন, অর্থপেডিক, শিশু, গাইনি, ইএনটি ও চক্ষু। বেশির ভাগ স্বাস্থ্য কমপ্লেক্সে এক থেকে দুই জন ছাড়া বেশির ভাগ কনসালটেন্টেরই পদ বছরের পর বছর শূন্য থাকে। রোগীরা করোনাসহ অন্যান্য সাধারণ চিকিৎসার জন্য রাজধানীর হাসপাতালে ভিড় করছেন।