ঈদে ঘরমুখো হাজার হাজার মানুষ অপেক্ষা করছেন পদ্মা পাড়ি দিতে। শিমুলিয়া ঘাটে আজ সোমবারও ভোর থেকে ঢল নেমেছে। তবে রোববারের তুলনায় সোমবার লোক সমাগম ছিল কম।
ঘাটের দিকে চেয়ে থাকা আর ছোটাছুটিই যেন তাদের কাজ। যখন অ্যাম্বুলেন্স বা লাশবাহী গাড়ি পার করার জন্য ছাড়া হয় ফেরি, তখন আবার কারও কারও মিলে যায় সেই সময়।
জানা যায়, ফেরিঘাটে আবারও ঢল নেমেছে রোববার সন্ধ্যা থেকে। দিনের ফেরিতে যারা যেতে পারেননি, তাদের অধিকাংশই সন্ধ্যার পর ফেরিতে পার হবে এ আশায় এদিক-সেদিক ছড়িয়ে-ছিটিয়ে ছিল। সন্ধ্যার পর বালাবাজার ঘাট থেকে ফেরি আসামাত্রই হুমুড়ি খেয়ে ফেরিতে উঠে পড়েন হাজার হাজার মানুষ। এ সময় পণ্যবাহী যানবাহন ওঠা তো দূরের কথা, ফেরিতে থাকা যানবাহন ও মানুষ নামার কোনো সুযোগই পায়নি।