আগামীকাল সোমবার (২৮ জুন) থেকে সীমিত পরিসরে ঘোষিত লকডাউনে সকল ধরনের গণপরিবহন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সরকার। তবে চলাচল করতে পারবে রিকশাসহ পণ্যবাহী যানবাহন। এ লকডাউনে যেন রাজপথে রাজত্ব করার সুযোগ পেল রিকশা চালকরা।
রোববার (২৭ জুন) বিকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এতথ্য জানানো হয়েছে।
জরুরি প্রয়োজন চলাচলের জন্য এ রিকশা চলাচল চালু রাখা হয়েছে। রিকশা চলাচল বন্ধ না করায় স্বস্তি প্রকাশ করেছে রিকশা চালকরা।
রিকশা চালকদের সঙ্গে কথা বলে জানা যায়, করোনা সংক্রমণ শুরু হওয়ার পরই থেকে তাদের আয় কমে গেছে। আগের মতো আর ভাড়া হচ্ছে না।
যদিও বিগত লকডাউনে রিকশা চলাচল করেছে। তবে রিকশা চলাচলের বিষয়টি সরকারিভাবে ঘোষণা করা হয়নি। এবারই প্রথম প্রজ্ঞাপনের মাধ্যমে রিকশা চালু রাখার বিষয়টি জানানো হয়েছে।
রিকশা চলাচল চালু থাকলেও কঠোর স্বাস্থ্যবিধি মেনেই রিকশায় চলাচলা করতে হবে।