লকডাউনের মধ্যেও খোলা থাকবে শিল্পকারখানা। স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে ও শিফটিং ডিউটি হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন।
আজ শনিবার (৩ এপ্রিল) রাজধানীতে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, জরুরি সেবা দেয় এমন প্রতিষ্ঠান খোলা থাকবে লকডাউনের মধ্যে । খোলা থাকবে শিল্পকলকারখানাও । স্বাস্থ্যবিধি মেনে শ্রমিকরা , ভিন্ন ভিন্ন শিফটিংয়ের মাধ্যমে কলকারখানায় কাজ করতে পারে।
এর আগে সারাদেশে সোমবার থেকে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করে সরকার।
আজ (শনিবার ) সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নিজ বাসভবনে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন।