ভূমিকম্পে কেঁপে উঠলো দেশের রাজশাহী ও পঞ্চগড়সহ উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে আজ রাতে।
হঠাৎ ভূমিকম্পে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সোমবার (৫ এপ্রিল) রাত ৯টা ২০ মিনিটে এই কম্পন অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, ভূমিকম্পটির কেন্দ্র সিকিম সীমান্তবর্তী ভুটানিজ শহর সামজিতে এবং উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে ৮ দশমিক ৯ কিলোমিটার গভীরে।
দ্যা ইকোনমিক টাইমস জানায়, ভূমিকম্পটি নেপাল-সিকিম সীমান্তে অনুভূত হয়। এ ছাড়া আসাম, বিহার ও পশ্চিমবঙ্গের কিছু অংশেও এর কম্পন অনুভূত হয়।