রাজধানীর অলিগলি থেকে রাজপথ কোথাও লকডাউনের প্রভাব পরিলক্ষিত হচ্ছে না। শুধু মাত্র গণপরিবহন চলাচল ছাড়া রাজধানীর সবকিছুই স্বাভাবিক। কোথাও কোথাও যানজটও দেখা গেছে। রাজধানীর অলিগলিগুলো যেন আরও জমজমাট। ইচ্ছেমতো লোকজন ঘোরাফেরা করছে। নিত্যপণ্যের দোকান ছাড়াও সব ধরনের দোকান-পাট, ব্যবসা প্রতিষ্ঠান খোলা রয়েছে। মাস্ক ছাড়াই অবাধে চলছে বেশিরভাগ লোক। কোথাও কোথাও উঠতি বয়সী তরুণরা আড্ডা দিচ্ছে।
সকাল ৬টায় লকডাউনের শুরু থেকেই ঢাকায় বাস চলছে না। তবে প্রাইভেটকার, অটোরিকশা ও রিকশা চলছে রাস্তায়। পেছনে একজনকে বসিয়ে দাপিয়ে বেড়াচ্ছে মোটরসাইকেলও। লকডাউনে ১৩ বছরের এক কিশোর প্রাইভেটকার নিয়ে ফাঁকা রাস্তায় রাজধানীর সড়ক দাপিয়ে বেড়াচ্ছিল । তার মুখে মাস্কও ছিল না। ড্রাইভিং সিটের পাশে বসা ছিলেন তার বাবা।
রাজপথের কোথাও কোথও যানজট দেখা দিয়েছে। তবে আইন-শৃঙ্খলাবাহিনীর কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি।