হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে আরও ১৮টি মামলায় রিমান্ডে নিতে চায় পুলিশ। একই সঙ্গে সংগঠনের যুগ্ম মহাসচিব জুনাইদ আল হাবিবকে আরও ৭টি মামলায় রিমান্ডে নেয়া হতে পারে।
বুধবার (২১ এপ্রিল) রিমান্ডের তৃতীয় দিনে এসব কথা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম। এদিন রিমান্ডে মামুনুল হক ওয়াজ মাহফিলের আড়ালে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দেওয়ার কথা স্বীকার করেছেন বলেও জানান তিনি।
জানা গেছে, মামুনুল হককে আরও কয়েকটি মামলায় রিমান্ডে নেয়ার প্রক্রিয়া চলছে। বুধবার তার রিমান্ডের তৃতীয় দিন শেষ হয়েছে।এ বিষয়ে ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন,ঢাকায় হেফাজত নেতাকর্মীদের বিরুদ্ধে এ পর্যন্ত ৬৮টি মামলা হয়েছে। এগুলোর মধ্যে ২০১৩ সালে ৫৩টি, ২০২০ সালে তিনটি এবং চলতি বছর ১২টি মামলা হয়েছে। ৬৮টি মামলার মধ্যে এ পর্যন্ত ৪টিতে (২০১৩ সালের) চার্জশিট দেওয়া হয়েছে।