ভারতে জরুরি অবতরণ করা বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সব যাত্রীসহ ঢাকায় ফিরে এসেছে।
শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টায় বিমানের শিডিউল ফ্লাইটের মাধ্যমে আট সদস্যের একটি উদ্ধারকারী দলকে নাগপুরে পাঠানো হয়।
সেখান থেকে রাত ১২টা ৫০ এর দিকে সব যাত্রীসহ ফ্লাইটটি ঢাকায় এসে পৌঁছায় বলে জানা গেছে।
ওমানের রাজধানী মাসকাট থেকে ১২২ যাত্রী নিয়ে ঢাকায় আসছিল বিমানটি । শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে বোয়িং ৭৩৭ বিমানটির হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, মাস্কাট থেকে উড্ডয়ন করা বিমানটির ৪৬ বছর বয়সি ক্যাপ্টেন নওশাদ ১১টার দিকে রায়পুরের কাছাকাছি হালকা অসুস্থতা বোধ করেন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।
এরপর ১১টা ৪০ মিনিট নাগাদ কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) সঙ্গে যোগাযোগ করা হয় ওই বিমান থেকে, তারা নিকটতম নাগপুর বিমানবন্দরে অবতরণ করার পরামর্শ দেয়।।
সে অনুযায়ী বিমানটি ভারতের মহারাষ্ট্রের নাগপুরের ড. বাবাসাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার সকালে জরুরি অবতরণ করে।

অবতরণের পর বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজটির ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইউমকে হোপ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানা গেছে।