নরেন্দ্র মোদীর আগমনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন ব্যাপক ভাঙচুর ও অগ্নিযোগের পর ট্রেন চলাচল শুরু হলেও রেলস্টেশনে সব আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি বাতিল করা হয়েছে।
শুক্রবার (২৬ মার্চ) দুপুরের পর থেকে বিভিন্ন স্থানে আটকে পড়া ট্রেনগুলো রাত ১২টার পর থেকে গন্তব্যে ছেড়ে গেলেও শনিবার (২৭ মার্চ) সকাল থেকে এই স্টেশনের সব আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি বাতিল করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার মো. শোয়েব বাংলানিউজকে বলেন, বসার আসন, টিকেট কাউন্টার, কম্পিউটার, মনিটরিং সিস্টেমসসহ কোনো কিছুই অক্ষত নেই। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঊর্ধ্বতন কৃর্তপক্ষের নির্দেশে এই স্টেশনে সব আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি বাতিল করা হয়েছে। ট্রেনের যাত্রাবিরতি বাতিল হওয়াই দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার যাত্রী। স্টেশনে আসা বিভিন্ন ট্রেনের যাত্রীরা পড়েছেন বিড়ম্বনায়।