১০ সেপ্টেম্বর ২০২১ বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস। জাতীয় সংসদ ভবন সড়কে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়।
আত্মহত্যা প্রতিরোধে একসাথে কাজ করার জন্য ‶আশা জাগাতে কাজ করি” প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক আত্মহত্যা প্রতিরোধ সংস্থার সাথে প্রতিবারের মত একাত্ততা প্রকাশ করেছে মানব প্রেমীদের সমন্বয়ে গঠিত ‶হিল বাংলাদেশ ফাউন্ডেশন”।
নতুন পরিবর্তিত সময়ে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধির প্রতি শ্রদ্ধা রেখে এবারের ‘চাকায় চাকায় মাইল পাড়ি’ এই প্রতিপাদ্যে আজ সকাল ৯টায় রাজধানীর সংসদ ভবন এলাকা থেকে একটি সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি সংসদ ভবনের পাদদেশ থেকে শুরু হয়ে মানিক মিয়া এভিনিউ, প্রদক্ষীন করে আসাদগেট হয়ে সংসদ ভবন এলাকায় শেষ হয় ।এই মনোমঙ্গল যাত্রায় সমাজ সচেতন ঢাকা হিল বাংলাদেশ ফাউন্ডেশন ও “বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের ” এর সাইক্লিস্টরাএ কর্মসূচিতে যুক্ত হয়ে সাইকেল চালিয়ে লিফলেট সাধারণ মানুষের মাঝে বিতরণে ব্যাপক সচেতনতা প্রচার জোরদার তৈরী করেন।
হিল বাংলাদেশ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক ও সমন্বয়ক, জয়ন্ত দাশগুপ্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে কানাডা থেকে অনলাইনে যুক্ত হয়ে সরাসরি উদ্বোধন করেন হিল বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল, কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক ডঃ শাহীন ইসলাম।আরো মূল্যবান বক্তব্য রাখেন,ব্রেনএন্ড লাইফ হসপিটাল এর ব্যবস্থাপক, ফখরুল হোসেন, বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের সভাপতি আমিনুল ইসলাম টুববুস, সমন্বয়ককেরানী গঞ্জ সাইক্লিং,মোহাম্মদ রফিক,কান পেতে রই, সমন্বয়ক,রেদওয়ানুল আলিফ,বিডি টুরিস্ট সাইক্লিং এর সমন্বয়ক, রোজিনা আক্তার দুলিন, স্বেচ্ছাসেবকরেজা-ও-রাব্বি, আরো উপস্থিত থাকেন মোঃ হাবিবুল ইসলাম হাবিব, আশিকুর রহমান।

আত্মহত্যা প্রতিরোধে যত্নশীল যোগাযোগ তৈরি করতে সমন্বিত প্রয়াসে মঙ্গল বার্তা প্রচারনাই এর প্রধা,,ন উদ্দেশ্য। প্রতি সেকেন্ডে একজনকে আমরা আত্মহত্যার কারণে হারাচ্ছি। এর থেকে ২৫গুণ বেশী মানুষ আত্মহত্যার চেষ্টা করছে,এরা সবাই আমাদের আপনজন।প্রিয়জন হারানোর মর্মান্তিক শোকের ছায়া সবার জীবন কে করে তোলে অন্ধকারাচ্ছন্ন। তাই, প্রয়োজন আত্মহত্যার ঝুকির সম্পর্কে সচেতন হওয়া জরুরী, সঠিক পদক্ষেপ গ্রহন সহ হতাশাগ্রস্থ মানুষের মাঝে আশা জাগাতে এগিয়ে আসা,আত্মহত্যার প্রতি সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বেলা ৩টায় অনলাইনে সবার জন্য উন্মুক্ত “যত্নশীল বন্ধনে যুক্ত হই” শীর্ষক মনোশালা পরিচালনা করা হয় ।