ঢাবির সাবেক ছাত্রদলের সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনের বাবা মো. মকবুল হোসেন হাওলাদার আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহে রাজিউন) ।
মঙ্গলবার রাত পৌনে ১১ টার দিকে বার্ধক্যজনিত কারণে পটুয়াখালীর দশমিনা উপজেলার রনগোপালদী ইউনিয়নের রনগোপালদী গ্রামের বাড়িতে মৃত্যু বরণ করেন মো. মকবুল হোসেন হাওলাদার । তার বয়স হয়েছিল ৮০ বছর । তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন ।
দীর্ঘদিন বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন মকবুল হোসেন। বিএনপি নেতা হাসান মামুনের বাবার মৃত্যুতে দশমিনায় দলীয় নেতাকর্মী ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।