আগুনের তাপে ভবনের বাহিরের কাচের থাই গ্লাসগুলো ভেঙ্গে চুরমার হয়ে সড়কের উপর আছড়ে পড়ে। বনানী ১১ নম্বরের ওই ভবনে অগ্নিকাণ্ডের সময় সেখানে থাকা বিভিন্ন অফিসে শতাধিক কর্মীরা জীবন বাঁচাতে সিড়ি ও ছাদ দিয়ে অপর ছাদে লাফিয়ে ভবনের বাইরে চলে আসেন।আতঙ্কিত হয়ে সবাই সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে ক্ষতিগ্রস্থ ফ্লোরে থাকা আবর্জনা ডার্মিংয়ের কাজ করছিলেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
এদিকে ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্থ প্রতিষ্ঠানের কর্মীরা জানান, বৈদ্যুতিক গোলযোগের কারণে ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত ঘটে। আর প্রচণ্ড ধোঁয়া ছড়িয়ে পড়ে। আগুনের ঘটনায় তৃতীয় তলায় থাকা প্রায় কোটি টাকার মালামাল ক্ষতিগ্রস্থ হয়েছে বলেও জানান সংশ্লিষ্টরা।
বনানীর ১১ নম্বর সড়কের বহুতল বাণিজ্যিক ভবনের তৃতীয় তলায় স্যামসাং মোবাইল ফোনের ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠান ফেয়ার গ্রুপের অফিস কার্যালয়। মঙ্গলবার (১১ মে) বেলা ১১টা ৪২মিনিটের দিকে বনানী ১১ নম্বর রোডের ওই ভবনে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট চেষ্টা চালিয়ে দুপুর ১২টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
জানা যায় , আগুনের পুরো ভবনই কালো ধোঁয়ায় অন্ধকারাচ্ছান্ন হয়ে যায়। এতে ভবনে থাকা মানুষজন অনেক আতঙ্কিত হয়ে পড়ে। লোকজন দৌড়ে ভবনের ছাড়ে উঠে যায়। সেখানে একটি মই দিয়ে বেয়ে পাশের ভবনের ছাদে লাফিয়ে যান আটকে পড়া শতাধিক মানুষ। -বাংলানিউজ