আগামীকাল (১৪ এপ্রিল) থেকে শুরু হচ্ছে কঠোর লকডাউন। এই লকডাউনের সময় জরুরি বাইরে যাওয়ার প্রয়োজন হলে, পুলিশের কাছ থেকে ‘মুভমেন্ট পাস’ নিতে হবে।
এই পাসধারী ব্যক্তি সড়কে নির্বিঘ্নে চলাচল করতে পারবেন। তবে এই পাস সবাইকে দেওয়া হবে না। শুধু জরুরি সেবার প্রয়োজনে এই পাস দেওয়া হবে।
আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে রাজারবাগ পুলিশ লাইন্সে ‘মুভমেন্ট পাস নামের অ্যাপটি উদ্বোধন করেন মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।
মুভমেন্ট পাস নামের অ্যাপটি উদ্বোধনের পর মুভমেন্ট পাসের জন্য প্রথম ঘণ্টায় ১ লাখ ২৫ হাজার মানুষ আবেদন করেছেন। অর্থাৎ প্রতি মিনিটে ১৫ হাজার আবেদন জমা পড়েছে। জানিয়েছে পুলিশ সদর দফতর।‘