করোনার সংক্রমণ এড়াতে ১৪ এপ্রিল থেকে সারাদেশে কঠোর লকডাউন ঘোষণা করার পর থেকেই পাটুরিয়া ফেরিঘাট এলাকায় ছোট গাড়ি প্রাইভেটকার ও সাধারণ পণ্য বোঝাই ট্রাকের চাপ বেড়ে গেছে।
সোমবার (১২ এপ্রিল) বিকেলে ৩টা পর্যন্ত পাটুরিয়া ঘাট পয়েন্টে এমন চিত্র দেখা যায়।
পাটুরিয়ায় দু’টি ট্রাক ট্রার্মিনালে তিন শতাধিক পণ্য বোঝাই ট্রাক ও তিন শতাধিক ছোট গাড়ি (প্রাইভেটকার) পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট পারাপারের অপেক্ষায় রয়েছে।
জানা যায়, পাটুরিয়া ঘাটে ছোট গাড়ির বেশ চাপ থাকায় অগ্রাধিকার ভিত্তিতে ছোট যানবাহনগুলোকে পার করা হচ্ছে। চাপ কমে এলে সাধারণ পণ্য বোঝাই ট্রাকগুলোকে পার করা হবে।
সহকারী ম্যানেজার মহিউদ্দিন রাসেল বলেন, লকডাউনের কারণে অনেকে গ্রামের বাড়ির দিকে যাচ্ছেন। সকাল থেকেই ছোট গাড়ি প্রাইভেটকার আসতে শুরু করেছে। ঘাট এলাকায় ছোট গাড়ি ও পণ্য বোঝাই ট্রাকসহ পারের অপেক্ষায় আছে ছয় শতাধিক যানবাহন।
বর্তমানে ১৬টি ফেরির মধ্যে ১৫টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। বাকি একটি ফেরি ভাসমান কারখানা মধুমতিতে মেরামতের জন্য রাখা হয়েছে।