চিত্রনায়িকা পরীমণিকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টা মামলার আসামি ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদ বুধবার সন্ধ্যায় ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে মুক্তি পেয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের সুভাষ কুমার ঘোষ।
অপরদিকে মানবপাচার মামলায় তুহিন সিদ্দিকী অমিকে দুইদিনের রিমান্ডে দিয়েছেন আদালত। চিত্রনায়িকা পরীমণিকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টা মামলার আসামি ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদ মাদক মামলায়ও জামিন পেয়েছেন। একইসঙ্গে জামিন পেয়েছে তার তিন নারী সহযোগী।
জিআরও বলেন, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নাসিরউদ্দিন মাহমুদসহ চার আসামি জামিনের আবেদন করলে বিচারক শুনানি শেষে জামিনের আবেদন মঞ্জুর করেন। জামিনপ্রাপ্ত অন্য আসামিরা হলেন লিপি আক্তার, সুমি আক্তার ও নাজমা আমিন স্নিগ্ধা । তবে লিপি, সুমি ও নাজমা বুধবার পর্যন্ত মুক্তি পাননি।