ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে পদ্মা। ঢেউয়ের তোড়ে মুন্সিগঞ্জের শিমুলিয়া দুই নম্বর ফেরিঘাটের পন্টুন দুই ভাগ হয়ে নদীতে ভেসে গেছে। বুধবার (২৬ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ঘাটে নোঙর করা ফেরি নিরাপদে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ।
মাত্র একদিনের ব্যবধানে উপকূলের দিকে প্রায় ২০০ কিলোমিটার অগ্রসর হয়েছে ঘূর্ণিঝড়টি।