আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লেঃ কর্নেল (অবঃ) মোঃ তছলিম উদ্দিন, পিএসসি নিলফামারী জেলার নিলফামারী -১ আসন (ডোমার ও ডিমলা) এলাকার জনগণের মাঝে তার প্রিয় জাতীয় পার্টির নেতাকর্মী, সমর্থক ও সহকর্মীদের নিয়ে ব্যাপক গণসংযোগ ও প্রচারণামুলক কার্যক্রম শুরু করতে যাচ্ছেন।

যারা জাতীয় পার্টির সমর্থক, জাতীয় পার্টিকে মনে প্রাণে ভালোবাসেন ও জাতীয় পার্টিতে যোগদানে আগ্রহী তাদেরকে নিয়ে জাতীয় পার্টিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে চান তিনি।

সম্ভাব্য প্রার্থী লেঃ কর্নেল (অবঃ) মোঃ তছলিম উদ্দিন বলেন, আজ রাজনীতি নিয়ে প্রহসন করতে যারা রাজনীতির মাঠকে খেলার মাঠের সাথে তুলনা করেন, তাদের ভুল ধারণাকে বর্জন করুন। রাজনীতি কারো উত্তরাধিকারসূত্রে প্রাপ্য সম্পদ নয় যে তা অবশ্যই পেতে ও ভোগ করতে হবে। রাজনীতি হলো মানুষের অধিকার আদায়ে নিজেদের শ্রম, অর্থ মেধা, বুদ্ধি, ও সময়কে বিসর্জন দেয়ার সংগ্রাম। মানুষের বৈধ ভোটের মাধ্যমে নিজেকে সমাজে গ্রহণযোগ্য নেতা তৈরি ও প্রমান করার পদ্ধতি।

জনাব তসলিম উদ্দিন বলেন, যারা জাতীয় নির্বাচন অনুষ্ঠানে রাষ্ট্রের সম্পদ ও যন্ত্রপাতি যেমন প্রশাসন, বিচার ও পুলিশকে অবৈধভাবে নিজের দলকে টিকে রাখার স্বার্থে নিয়োগ ও ব্যবহার করেন, তারা রাজনৈতিক সংগঠন ও জনগণের কাংখিত দল হতে পারে না। তাই দেশের আর্থিক সুরক্ষা, সামাজিক উন্নয়ন ও নিরাপদ জীবন ও জীবিকা নির্বাহের জন্য বর্তমানে দেশের মানুষ ইতিবাচক রাজনীতির পথনির্দেশক হিসাবে পরিচিত, পরীক্ষিত ও নির্ভরযোগ্য রাজনৈতিক সংগঠন জাতীয় পার্টিকে সমর্থন দিতে শুরু করেছে।

তিনি বলেন, আসুন, ” জাতীয় পার্টিকে সবাই সমর্থন করি, নতুন বাংলাদেশ আমরা গড়ি। আগামীতে জাতীয় পার্টির সরকার, বাংলাদেশে জনগণের খুব দরকার।”