দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় দেশে ২৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে।গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ২৩০ জন। গত ১৬ মাসের মধ্যে এই প্রথম এক দিনে রোগী শনাক্তের সংখ্যা ১৬ হাজার ছাড়াল। এ নিয়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২ লাখ ১০ হাজার ৯৮২ জন।
বুধবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে এক দিনে সর্বোচ্চ ১৫ হাজার ১৯২ জন রোগী শনাক্তের তথ্য এসেছিল গত ২৬ জুলাই। আজ আগের দিনের তুলনায় মৃত্যু কমলেও নতুন রোগী ও পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়েছে।
গত ২৪ ঘণ্টায় মোট ৫৩ হাজার ৮৭৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ৩০ দশমিক ১২ শতাংশ। এর আগের ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছিল ২৫৮ জনের। ওই সময় রোগী শনাক্ত হয়েছিল ১৪ হাজার ৯২৫ জন। রোগী শনাক্তের হার ছিল ২৮ দশমিক ৪৪ শতাংশ।