গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসে আরো ৪৪ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ১২ হাজার ৯১৩ জন। নতুন রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ৩২২। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৮ লাখ ১৫ হাজার ২৮২ জন হয়েছে। আর করোনাভাইরাসে মৃতের মোট সংখ্যা বেড়ে হয়েছে ১২ হাজার ৯১৩ জন।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর তাদের বুলেটিনে এসব তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ১৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ১২ শতাংশ।
আক্রান্তদের মধ্যে একদিনে আরো ২ হাজার ৬২ জন সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৫৫ হাজার ৩০২ জন।