চলমান লকডাউন বা বিধি-নিষেধ ঈদ-উল-ফিতর পর্যন্ত বাড়ানোয় ট্রেন ও লঞ্চ চলাচল বন্ধ রাখা হবে। গণপরিবহন জেলার মধ্যে চলাচলের অনুমতি দেওয়া হলেও চলবে না এক জেলা থেকে আরেক জেলায়।
তাই বন্ধই থাকছে দূরপাল্লার বাস। লকডাউন আগামী ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। আর ৬ মে থেকে গণপরিবহন জেলার ভিতরে চলাচল করতে পারবে। যেমন- ঢাকার বাস ঢাকা জেলার মধ্যে থাকতে হবে। আন্তঃজেলা চলাচল করবে না।