ছুটি নিয়ে তিন মাসের জন্য যুক্তরাষ্ট্রে গেছেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান। তাঁর ছুটির আদেশে বলা হয়েছে, এ সময় পরিচালক (উন্নয়ন) এমডির দায়িত্বে থাকবেন। তবে তাকসিম এ খান কাউকে দায়িত্ব হস্তান্তর করে যাননি। নিজেই অফিস আদেশ জারি করে নিজেকে অনলাইনে এমডির দায়িত্ব দিয়ে উড়োজাহাজে চেপে বসেছেন।
গরমের মৌসুমে রাজধানীর বিভিন্ন এলাকায় পানির সংকট দেখা দিচ্ছে। এই সময়ে ওয়াসার এমডির দীর্ঘ ছুটিতে যাওয়া নিয়ে প্রশ্ন তুলছেন সংস্থাটিরই কর্মকর্তারা। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এ ধরনের ছুটিতে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতে কাউকে ভারপ্রাপ্ত বা অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। কিন্তু তাকসিম এ খান কোনোটাই করেননি।
ওয়াসার এমডি স্বাক্ষরিত এক অফিস আদেশ অনুযায়ী, ২৫ এপ্রিল থেকে ২৪ জুলাই পর্যন্ত তিনি ছুটি কাটাবেন। কোনো কারণে ওই সময়ে ছুটি কাটাতে না পারলে যাত্রার তারিখ থেকে পরের তিন মাস ছুটি কার্যকর থাকবে। চিকিৎসা এবং যুক্তরাষ্ট্রে অবস্থানরত পরিবারের সঙ্গে মিলিত হওয়ার জন্য তিনি এ ছুটি নিয়েছেন। ওয়াসার জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, গতকাল ২৭ এপ্রিল যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তাকসিম এ খান।
ওই অফিস আদেশে বলা হয়, বিদেশে অবস্থানের সময় যেকোনো পলিসি এবং অন্যান্য বিষয়ে তাকসিম এ খান নিজে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করবেন। এর জন্য ই-নথি, ই-জিপি, ই-মেইল, ফেসটাইম, ভাইবার, হোয়াটসঅ্যাপ এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি যোগাযোগ রক্ষা করবেন।
তাকসিম এ খান যুক্তরাষ্ট্রে থাকার সময়ে সংস্থার সব বিভাগীয় প্রধান নিজ নিজ রুটিন দায়িত্ব পালন করবেন বলে ওয়াসার অফিস আদেশে বলা হয়। সার্বক্ষণিক যেকোনো প্রয়োজনে সরাসরি এমডির সঙ্গে যোগাযোগ করবেন। কাজের ধারাবাহিকতা রক্ষায় ঢাকা ওয়াসার পরিচালক (উন্নয়ন) আবুল কাশেম এমডির পক্ষে বিভিন্ন সভায় প্রতিনিধিত্ব এবং রুটিনকাজ করবেন।