তেজগাঁও মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ২০ আগস্ট বঙ্গবন্ধু পরিষদ তেজগাঁও থানা শাখার উদ্যোগে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে “প্রাপ্তি ও প্রত্যাশা” শিরোনামে আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সহঃ অধ্যাপক ও ডেপুটি ডিরেক্টর এবং বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ডা: শেখ আব্দুল্লাহ আল মামুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোঃ আলাউদ্দিন, ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শামসুদ্দিন ইলিয়াস, ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি ও বঙ্গবন্ধু পরিষদ তেজগাঁও থানায় জাতীয় শোকসভা প্রস্তুতি কমিটির আহবায়ক, বাংলাদেশ ডায়াবেটিক কেয়ার এর চেয়ারম্যান ডা: অসিত মজুমদার ও ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক সরদার মাহামুদ হাসান রুবেল।
আবদুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও নড়াইল বঙ্গবন্ধু পরিষদের সভাপতি তপন সরকার, তেজগাঁও শিল্প অঞ্চল থানার আ’লীগের সাবেক মুক্তি যোদ্ধা সম্পাদক মাজহারুল ইসলাম খোকন, তেজগাঁও থানার আ’লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওহেদুজ্জামান বাবু, তেজগাঁও থানার আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলাম রসুল, ২৫ ওয়ার্ড বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এমদাদ হোসেন, সাধারণ সম্পাদক কাউছার হামিদ ফরহাদ, গাজীপুর সিটি কর্পোরেশনের ১১ নং ওয়ার্ডে’র সাবেক কাউন্সিলর আলী আহম্মদ নোমানী, আসমা খাতুন, টিটু নাগসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পরিষদ তেজগাঁও থানা সভাপতি ও ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি হারুনুর রশীদ।