ঢাকায় এসেছে চীনের উপহার দেয়া সিনোফার্মার তৈরি ৬ লাখ ভ্যাকসিন।
রোববার (১৩ জুন) বিকাল ৫টার পর বিমানবাহিনীর দুটি উড়োজাহাজে করে এই টিকা ঢাকায় এসে পৌঁছায় বলে জানা গিয়েছে। এর আগে শনিবার (১২ জুন) টিকা আনার জন্য দুটি বিমান চীনে পাঠানো হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিনোফার্মা ও সিনোভ্যাকের ভ্যাকসিন অনুমোদন দেয়ার পর বাংলাদেশও এই দুই টিকা জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দেয়। এ নিয়ে সিনোফার্মের তৈরি ১১ লাখ ডোজ টিকা উপহার পেল বাংলাদেশ।
এর আগে গত ১২ মে পাঁচ লাখ ডোজ টিকা এসেছিল চীন থেকে।
গত ২১ মে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর ফোনালাপ হয়। এই ফোনালাপের সময় চীনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে দ্বিতীয় দফায় ছয় লাখ টিকা উপহার দেওয়ার কথা জানান।