ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে হাজির হয়েছেন চিত্রনায়িকা পরীমনি। তাঁর ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করতে তিনি সেখানে গেছেন।
আজ বিকেল সাড়ে চারটার দিকে তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) যুগ্ম কমিশনার হারুন অর রশিদের কার্যালয়ে এসেছেন। সেখানে তাঁকে মামলাসংক্রান্ত বিভিন্ন প্রশ্ন করা হচ্ছে।
পরীমনির সঙ্গে সেখানে উপস্থিত হয়েছেন পরিচালক চয়নিকা চৌধুরী, কস্টিউম ডিজাইনার জুনায়েদ করিম জিমি।
ইতিমধ্যেই এ অভিনেত্রী সাভার থানায় একটি মামলা করেছেন। সেই মামলায় গতকাল মঙ্গলবার মামলার প্রধান আসামি নাসির ইউ মাহমুদ, অমিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে মাদক মামলায় আদালত তাঁদের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন।