জনগণকে বিভ্রান্ত করতেই খালেদা জিয়ার জন্মতারিখ নিয়ে রিট করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যে বিষয়টির (খালেদা জিয়ার জন্মতারিখ) কথা বলা হয়েছে-সেটা তো জাল (ফেক)। এভারকেয়ার হাসপাতালের যে রিপোর্টের কথা বলা হয়েছে, সে ধরনের কোনো রিপোর্টই তারা দেননি। যে তারিখটা বসানো হয়েছে, সেটা ভুলভাবে (ফল্সলি) করা হয়েছে। একটা কাগজের ওপর ভিত্তি করে আদালত হুকুম দিলেন। কিন্তু হুকুমটা কীভাবে দেওয়া হলো তা আমি জানি না।
মির্জা ফখরুল ইসলাম বলেন, দেশে তো রাজনীতি নেই। এখন তাদের (সরকার) একটাই উদ্দেশ্য-এ ধরনের (জন্মদিন) ইস্যুগুলো তুলে এনে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করা। মূল সমস্যা থেকে জনগণকে ভুলদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা। আর কিছুই না। ক্ষমতায় টিকে থাকার জন্য ক্ষমতাসীন দলের নেতারা এসব করছেন। সোমবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বাংলাদেশে বহু লোকের জন্মতারিখ আসল একটা আর সার্টিফিকেটে তারিখ আরেকটা। কারণ হলো-বিশেষ করে আগের দিনে মা-বাবা সন্তানদের জন্মতারিখ মনে রাখতেন না। তারা ডায়েরিও ব্যবহার করতেন না। ফলে অনেক ক্ষেত্রে সন্তানদের জন্মতারিখ দুই রকম হতো। তাই এটা কোনো ইস্যু হতে পারে না।
তিনি আরও বলেন, এখন বিশেষ একটা তারিখে (পার্টিকুলার ডেট) কেউ জন্ম নিতে পারবে না বলে একটা ঘোষণা দিয়ে দিলেই তো হয়ে যায়।