সাধারণ ছুটি বা লকডাউনের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছে সরকার। এতে বলা হয়, করোনা ভাইরাসজনিত রোগের প্রাদুর্ভাবের কারণে দেশে সাধারণ ছুটি বা লকডাউন নিয়ে জনমনে বিভ্রান্তি দেখা যাচ্ছে। করোনা ভাইরাসজনিত রোগের প্রাদুর্ভাবের কারণে সাধারণ ছুটি বা লকডাউন বিষয়ে সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি, সরকার সুস্পষ্টভাবে জানাচ্ছে । এর আগে গত ২১ মার্চ স্বাস্থ্য সচিবের বরাত দিয়ে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল সাধারণ ছুটির খবর বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয়েছিল। পরে স্বাস্থ্য মন্ত্রণালয় খবরটি মিথ্যা বলে জানায়। কিছু কিছু টেলিভিশন চ্যানেলের আজকের স্ক্রলে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আব্দুল মান্নানের ৭ দিন ছুটি সংক্রান্ত একটি ভুয়া বক্তব্য প্রচার করা হচ্ছে,মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম স্বাক্ষরিত এক জরুরি বার্তায় বলা হয়। এই বক্তব্যটি মিথ্যা ও দুঃখজনক।
ছুটি বা লকডাউন নিয়ে বিভ্রান্তি ছড়ালে কঠোর ব্যবস্থা নিবে সরকার
