ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন, চীন বাংলাদেশকে পাঁচ লাখ সিনোফার্ম টিকা দেবে। এই টিকার চালান আগামী ১২ মে ঢাকায় আসবে। আজ সোমবার (১০ মে) ভার্চ্যুয়াল এক অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি। ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ-ডিকাব আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং।
চীনা রাষ্ট্রদূত বলেন, করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা দেবে। এই লক্ষে চীন পাঁচ লাখ সিনোফার্ম টিকা দেবে।
ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার সরবরাহ সংকটে টিকাদান কার্যক্রম নিয়ে জটিলতার মধ্যে দ্রুত রাশিয়া ও চীনের টিকার অনুমোদন দেওয়া হয় দেশে।
রাশিয়া ও চীনের সঙ্গে যৌথ ভ্যাকসিন উৎপাদনে বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো সক্ষমতার মাধ্যমে দেশেই মিলিয়ন ডোজ ভ্যাকসিন উৎপাদন সম্ভব বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।