আজ গায়ে হলুদ। কাল বিয়ে। কিন্তু মারা গেছেন বর। মুহূর্তেই বিয়ে বাড়িতে শোকের ছায়া।
বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা পূর্ব বাজার এলাকায় এমন মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম সজল মিয়া।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
জানা গেছে,নিহত যুবক মনতলা রেলওয়ে স্টেশনে খোলাবাজারের ব্যবসায়ী। সজল মিয়া উপজেলার বোরহানপুর গ্রামের কুদ্দুষ ভাণ্ডারীর ছেলে। একই ইউনিয়নের সুন্দাদিল গ্রামের আসাদ আলীর মেয়ের সঙ্গে সজলের বিয়ের হওয়ার কথা ছিল।
একদিন পরেই শুক্রবার তার বিয়ে, বিয়ের সব প্রস্তুতি শেষ। বৃহস্পতিবার ছিল গায়ে হলুদ এবং বাড়িতে আনন্দ-ফুর্তি চলছিলো। নিজের গায়ে হলুদের অনুষ্ঠানের দিনে সাউন্ড বক্সে সংযোগ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন বর সজল মিয়া। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। মাধবপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিয়ের আগের দিন সন্তানের এমন মৃত্যুতে সজলের মা-বাবা শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন। তারা কেঁদে কেঁদে বার বার মুর্ছা যাচ্ছিলেন। ।