রাজধানীর বিমানবন্দর সড়ক আটকিয়ে বিক্ষোভ করেছেন সাধারণ যাত্রীরা। গণপরিবহন সংকট এবং সরকারের বাস ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে অফিসগামী যাত্রীরা রাজধানীর খিলক্ষেতে বিমানবন্দর সড়কের দুপাশে অবস্থান নেন। এ সময় সড়কের দুদিকেই যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে।
করোনা সংক্রমণ রোধে ৫০ শতাংশ যাত্রী পরিবহন করছে গণপরিবহন। এমন অবস্থায় অনেকেই নির্ধারিত সময়ে নিজ কর্মস্থল বা গন্তব্যে পৌঁছাতে পারছেন না। প্রতিবাদে বৃহস্পতিবার (১ এপ্রিল) রাজধানীর খিলখেত এলাকায় বিক্ষোভ করেছেন যাত্রীরা।
অফিসগামী যাত্রীরা জানান, সড়কে এসে বাস পাওয়া যাচ্ছে না, বাড়তি ভাড়া গুনতে হচ্ছে। অফিসও বন্ধ হচ্ছে না। অফিস চালু রেখে বাসে ৫০ শতাংশ যাত্রী পরিবহনের সিদ্ধান্ত সঠিক হয়নি। এতে জনগণের দুর্ভোগেরও শেষ নেই। স্বাস্থ্যবিধিও মানা অসম্ভব । আবার জনগণের দুর্ভোগেরও শেষ নেই।
সরকারি সিদ্ধান্ত মোতাবেক ভাড়া ৬০ শতাংশ বাড়ানোর কথা থাকলেও অনেকক্ষেত্রেই দ্বিগুণ ভাড়া নেয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। এভাবে অর্ধেক যাত্রী নিয়ে যানবাহন চলাচলের চেয়ে স্বাস্থ্যবিধি মেনে সব সিটে যাত্রী পরিবহন করা যায়,যাত্রীরা বলছেন। অন্যান্য দিনের তুলনায় কিছু কিছু জায়গায় সড়কে কম সংখ্যক যান চলাচল করছে।
সরকারের নির্দেশনার পর যানবাহন সংকট দেখা গেছে।