কুষ্টিয়ার হাটগুলোতে পেঁয়াজের দাম কমে যাওয়ায় বিপাকে পড়েছেন কৃষকরা। এ অবস্থায় বিদেশ থেকে আমদানি বন্ধ এবং সঠিক বাজার ব্যবস্থাপনার দাবি পেঁয়াজ ব্যবসায়ী ও কৃষকদের। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে কুষ্টিয়ায় পেঁয়াজের ফলন ভালো হয়েছে। জেলায় পেঁয়াজের আবাদ হয়েছে ১২ হাজার ১৪০ হেক্টর জমিতে। গত সপ্তাহে কুষ্টিয়ার হাটগুলোতে পেঁয়াজের মণপ্রতি দাম ছিল প্রকার ভেদে এক হাজার ৩০০ থেকে এক হাজার ৪০০ টাকা। তবে এ সপ্তাহে বাধগ্রাম হাটে পেঁয়াজ বিক্রি হয়েছে ১০০০-১০৫০ টাকা। কৃষকেরা বলছেন, উৎপাদন খরচের তুলনায় কম দামে পেঁয়াজ হাটে বিক্রি করতে হচ্ছে। এ জন্য সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা ও ভারত থেকে আমদানি বন্ধের দাবি তাদের।
কুষ্টিয়ায় কমেছে পেঁয়াজের দাম
