বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, করোনা নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার এখন মানুষের জীবন-জীবিকা নিয়েও ছিনিমিনি খেলছে।
বুধবার (১৪ এপ্রিল) বিকেলে এক ইফতার মাহফিলে ভার্চুয়ালি অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
বেগম খালেদা জিয়ার করোনাভাইরাসসহ অন্যান্য সকল রোগ থেকে দ্রুত মুক্তির জন্য কুরআনখানি ও এতিমদের সঙ্গে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)।
তিনি বলেন, আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিজেও করোনায় আক্রান্ত। তবে চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি আল্লাহর রহমতে সুস্থ আছেন। খালেদা জিয়া প্রতি বছর এতিমদের নিয়ে ইফতার করতেন।
মির্জা ফখরুল বলেন, আজকে বাংলাদেশে যারা জোর করে ক্ষমতায় বসে আছেন সেই কর্তৃত্ববাদী সরকার করোনা নিয়ন্ত্রণে ব্যর্থ। তারা দেশের মানুষের জীবন-জীবিকা নিয়ে ছিনিমিনি খেলছে। আজকে হাসপাতালগুলোতে সীমিত আকারে নমুনা পরীক্ষা হচ্ছে। গড়ে মাত্র ৩০-৩৫ হাজার টেস্ট হচ্ছে। মানুষ হাসপাতালগুলোতে আইসিইউ পাচ্ছে না। বেড পাচ্ছে না। করোনা পরীক্ষার সুযোগ পায় না বিশটি জেলার মানুষ।
বিএনপি মহাসচিব বলেন, আজকে লকডাউনে স্বল্প আয়ের মানুষ সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন। তদের জন্য কোনো প্রণোদনা সহায়তা করা হয়নি। যা দেয়া হচ্ছে তা প্রকৃত অসহায় মানুষ পায় না।