দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১৫৬ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার ৪ দশমিক ২৬ শতাংশ।
শনিবার (২৭ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গতকাল শুক্রবার সারাদেশে ১৯৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছিল। আর ওই সময়ে ১ জনের মৃত্যু হয়।
এ পর্যন্ত দেশে ২০ লাখ ১১ হাজার ১০০ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মারা গেছেন ২৯ হাজার ৩২৩ জন।