করোনা সংক্রমণের মধ্যে হেলিকপ্টারে করে নতুন বউ এনে জনসমাগমের দায়ে বরের ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৮ জুন) দুপুর ১২টার দিকে শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনদীপ ঘরাই নতুন জামাইকে এই অর্থদণ্ড দেন।
জানা যায়, সোমবার দুপুরে সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের দক্ষিণ ভাসানচর নতুন হাট গ্রামের জাহাঙ্গীর সরদারের ছেলে সাগর আহমেদ সরদারের (২৩) সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর এলাকার হাজি আলী করিম খন্দকারের মেয়ে কাউনান খন্দকার বন্যার (২৩) বিয়ে হয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে গতকাল দুপুরে হেলিকপ্টারযোগে বউ নিয়ে গ্রামে আসে বরপক্ষ। নতুন বউকে দেখতে উৎসুক জনতাও ভিড় করেন এলাকায়। এসময় অন্তত সহস্রাধিক মানুষের সমাগম হয়। তাদের বেশিরভাগের মুখেই মাস্ক ছিল না। এ অবস্থায় করোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা দেখা দেয়।
হেলিকপ্টারটি ওই গ্রামের একটি সড়কে অবতরণ করে। পরে সেখান থেকে পালকিতে করে কনেকে বর সাগর আহমেদ সরদারের বাড়িতে নিয়ে যাওয়া হয়।
খবর পেয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মনদীপ ঘরাই সাগর আহমেদ সরদারের বাড়িতে পৌঁছান, স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও।। স্বাস্থ্যবিধি লঙ্ঘন করার অপরাধে বর সাগর আহমেদ সরদারকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
এ বিষয়ে ইউএনও মনদীপ ঘরাই বলেন, ‘মহামারি করোনাভাইরাস সংক্রমণের মধ্যে স্বাস্থ্যবিধি না মেনে হেলিকপ্টারে করে বউ এনে এলাকায় লোক সমাগম করে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করেছেন সাগর, যা করোনা পরিস্থিতিতে দণ্ডনীয় অপরাধ। তাই ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কেউ যদি স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’