করোনায় স্বাস্থ্যবিধি মানাতে কড়াকড়ি করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ বেড়ে যাওয়ায় সোমবার থেকে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে সরকার। স্বাস্থ্যবিধি মানাতে কড়াকড়ি আরোপ করা হয়েছে।
এর মধ্যে রয়েছে, হোটেল-রেস্তোরাঁয় বসে খাওয়া যাবে না। তবে বাসায় পার্সেল নিয়ে নেওয়া যাবে। সীমিত পরিসরে দেশের ব্যাংকিং ব্যবস্থা চালু থাকবে।
বন্ধ থাকবে যাত্রীবাহী বাস, লঞ্চ ও ট্রেন।
সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়া যাবে না।