গত বছরের মার্চে দেশে করোনায় প্রথম মৃত্যু হয়। এরপর থেকে এখন পর্যন্ত দেশে করোনায় মারা গেছেন ২০ হাজার ১৬ জন। এর মধ্যে শুধু চলতি জুলাইয়ে মারা গেছেন ৫ হাজার ৫১৩ জন। এদিকে জুলাই মাস শেষ হয়নি এখনও।
এর আগে এক মাসে বাংলাদেশে এতো মৃত্যু হয়নি। এটি মোট মৃত্যুর শতকরা ২৫ ভাগ। আর একদিনে সর্বোচ্চ ২৫৮ জনের মৃত্যু হয়। ২০২০ সালের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত ১০ মাসে করোনায় মারা গেছে ৭ হাজার ৫৫৯ জন।
স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য অনুযায়ী, গত বছরের ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যু হয়। ওই মাসে পাঁচ জন মারা গিয়েছিলেন। এরপর এপ্রিলে ১৬৩ জন, মে’তে ৪৮২ জন, জুনে এক হাজার ১৯৭ জন, জুলাইতে এক হাজার ২৬৪ জন, আগস্টে এক হাজার ১৭০ জন, সেপ্টেম্বরে ৯৭০ জন, অক্টোবরে ৬৭২ জন, নভেম্বরে ৭২১ জন এবং ডিসেম্বরে ৯১৫ জন মারা যান।
আর এ বছরের জানুয়ারি থেকে চলতি জুলাই পর্যন্ত ১২ হাজার ৪৫৭ জন মারা গেছেন। এর মধ্যে জানুয়ারিতে ৫৬৮ জন, ফেব্রুয়ারিতে ২৮১ জন, মার্চে ৬৩৮ জন, এপ্রিলে দুই হাজার ২০৪ জন, মে’তে এক হাজার ১৬৯ জন, জুনে এক হাজার ৮৮৪ জন মারা যান। শুধু জুলাইতেই মারা গেছেন ৫ হাজার ৫১৩ জন।
