দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এই সময়ে ১৭৩ জনের করোনা শনাক্ত হয়।
রবিবার (২১ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ পর্যন্ত দেশে করোনা রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৯ হাজার ৯৭০ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে ২৯ হাজার ৩১৫ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ৭৬ শতাংশ। এছাড়া একদিনে ৩৭২ সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৩ হাজার ৭৪০ জন।