করোনাভাইরাসে মৃত্যু হয়েছে আরও ১৮ জনের। গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ১৫৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এদিন মৃত্যু হয়েছে আরও ১৮ জনের। নমুনা পরীক্ষার হিসাবে শনাক্তের হার ৭ দশমিক ১৫ শতাংশ। মাত্র কয়েক দিন আগেও শনাক্তের হার ছিল ৩ শতাংশেরও কম।
রোববার (১৪ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত এবং ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। ১১ মার্চ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৮ হাজার ৫১৫ জন। এদের মধ্যে পুরুষ ৬ হাজার ৪৪২ জন ও নারী ২ হাজার ৭৩ জন।