নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও তাঁর স্ত্রী। বর্তমানে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন তিনি ও তাঁর স্ত্রী । গতকাল রাত সাড়ে ১১টার দিকে তাঁরা স্কয়ার হাসপাতালে ভর্তি হন।
বিএনপির চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবির খান ও শামসুদ্দিন দিদার এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তাঁরা জানান,জনসাধারণের কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন খন্দকার মোশাররফ । তাঁর চিকিৎসার নিয়মিত খবর রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।
এদিকে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ ও মহাসচিব ডা. মো. আব্দুস সালাম এক যৌথ বিবৃতিতে খন্দকার মোশাররফের রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করেছেন। তাঁর দ্রুত সুস্থতার জন্য তাঁরা ড্যাবের সর্বস্তরের নেতাকর্মীসহ সবার কাছে দোয়া করার অনুরোধ করেছেন।