আগামীকাল মঙ্গলবার (১৫ জুন) সকাল থেকে দিনাজপুর সদর উপজেলায় এক সপ্তাহের কঠোর লকডাউন ঘোষণা করেছে দিনাজপুর জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটি। এই লকডাউন চলাকালে ঘর থেকে বের হতে পারবেন না সদর উপজেলার মানুষ।
রোববার সন্ধ্যায় অনুষ্ঠিত দিনাজপুর জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সিদ্ধান্ত হয়, আগামী ১৫ জুন সকাল ৬টা থেকে ২১ জুন পর্যন্ত লকডাউন চলাকালে দিনাজপুর সদর উপজেলার কোনো মানুষ ঘর থেকে বের হতে পারবেন না, মোটরসাইকেল, ইজিবাইক, কার-মাইক্রোবাসসহ সব প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে, ওষুধ ও অত্যাবশকীয় পণ্য ব্যতীত সদর উপজেলার সব দোকানপাট বন্ধ থাকবে।