এ বছর সৌদি আরবের বাহির থেকে কোনো মুসল্লি হজ করতে পারবেন না। শুধুমাত্র সৌদির ভেতরে অবস্থানরত নাগরিক ও প্রবাসীরাই হজে অংশ নিতে পারবেন। তাই এ বছরও হজে যেতে পারবেন না বাংলাদেশিরা।
শনিবার (১২ জুন) সৌদি সরকারের উদ্ধৃতি দিয়ে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এ তথ্য জানিয়েছেন।
সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, এ বছর সৌদি নাগরিক এবং দেশটিতে বসবাসকারী মোট ৬০ হাজার মানুষ হজ পালন করতে পারবেন। ১৮ থেকে ৬৫ বয়সীদের মধ্যে যারা করোনার টিকা নিয়েছেন কেবল তাদেরকেই হজ পালনের সুযোগ দেওয়া হবে।
প্রতিবছর সারা বিশ্ব থেকে ২৫ লাখের বেশি মানুষ হজ পালন করতে পবিত্র নগরী মক্কা ও মদিনায় যেতেন।