আগামীকাল সোমবার থেকে সপ্তাহব্যাপী লকডাউন ঘোষণায় বাড়ি ফিরছে সাধারণ মানুষ। শহর ছেড়ে গ্রামে যাচ্ছেন তারা। এ কারণে লঞ্চ ও বাসে প্রচুর ভিড় লক্ষ্য করা গেছে। বাসে প্রতি দুই সিটে একজন যাত্রী বসানো হলেও লঞ্চে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এ কারণে শারীরিক দূরত্ব সহ স্বাস্থ্য বিধি রক্ষা হচ্ছে না লঞ্চে।
অথচ লঞ্চে ভাড়া আদায় করা হচ্ছে বর্ধিত হারে। নগরীর অভ্যন্তরেও মানুষজনের চলাচল বেড়ে গেছে। তবে লঞ্চ বাসসহ সর্বত্র স্বাস্থ্য বিধি রক্ষায় জেলা প্রশাসন নজরদারী করছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। কেউ জরুরি প্রয়োজন সারছে। এসব কারণে বরিশালের দুটি বাস টার্মিনালে এবং নদী বন্দর থেকে বিভিন্ন গন্তব্যে যাওয়া লঞ্চ ও বাসে প্রচুর ভিড় দেখা গেছে।