তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ জানিয়েছেন,ইসরায়েলের কাছ থেকে সরকার কোনো ইকুইপমেন্ট কেনেনি ।
বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী আল জাজিরার প্রতিবেদনের কথা উল্লেখ করে বলেন, ‘একটি ভুয়া রিপোর্ট করে, একটি মিডিয়া ভাড়া করে ভুয়া রিপোর্ট করানো হয়েছে। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন গুজব রটিয়ে কাজ হচ্ছে না, সরকার ব্যবস্থা গ্রহণ করছে, তখন তারা বিদেশি মিডিয়া ভাড়া করছে। আর মোটা অংকের টাকার বিনিময়ে রিপোর্ট করা হয়েছে। সেই রিপোর্ট কোনো মানসম্পন্ন নয়। আমাদের দেশের টেলিভিশন এর চেয়ে ভালো রিপোর্ট করে। সুতরাং এটা কোনো ভালো রিপোর্ট না।’
তিনি আরও বলেন, ‘আমাদের দেশের বিভিন্ন অনলাইন টিভি যে রিপোর্ট করে সেগুলোও এর চেয়ে ভালো। যে রিপোর্ট তারা করেছে সেটি একটি গাঁজাখুরি রিপোর্ট। বিদেশি মিডিয়া ভাড়া করে করা সেই রিপোর্ট নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কথা বলেন। আসলে ওদের মাথাটা খারাপ হয়ে গেছে।’