অনলাইন সাংবাদিকতার চ্যালেঞ্জ
‘অনলাইন সাংবাদিকতার চ্যালেঞ্জ ও সম্ভাবনা: বাংলাদেশ প্রসঙ্গ’ এ বিষয়ে ক্লাস নেবেন ডয়েচে ভেলের বাংলা বাংলা বিভাগের প্রধান খালেদ মুহিউদ্দীন । রোববার (৩০ মে) বাংলাদেশ সময় দুপুর ১২টায় এ ক্লাস নেবেন তিনি । অনলাইনে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবেন খালেদ মুহিউদ্দীন।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে যে কেউ এতে চাইলে যুক্ত হতে পারবেন। অংশগ্রহণের সুযোগ থাকছে সবার জন্যই। মাত্র ৩০০ জন জুমের মাধ্যমে এতে যুক্ত হতে পারবেন। বাকিরা ফেসবুক পেজ থেকে অংশ নিয়ে মতামত জানাতে পারবেন।
খালেদ মুহিউদ্দীন নিজেই তাঁর ফেসবুক আইডিতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি তাঁর স্ট্যাটাসে লিখেছেন, ‘২০১৪ সাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমার আত্মার সম্পর্ক। আমাদের কৃতী অধ্যাপক উজ্জ্বল মণ্ডলের প্রস্তাবনায় জার্মানিতে আসার আগে পর্যন্ত সেখানে পড়িয়েছি আমি।’
তিনি বলেন, ‘বিদেশে কী মিস করি ভাবলে দেখি ক্লাসে বক্তৃতা দেওয়া উপরের দিকে আছে। করোনার সময় এখন দূরশিক্ষণেরই চল। তাই আবার সুযোগ এল ক্লাসরুমে কথা বলার। সবার নিমন্ত্রণ..’