অপরিকল্পিত লকডাউনে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এমন অভিযোগ করে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার দুপুরে গুলশান দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
এসময় করোনার টিকা সংগ্রহ ও বিতরণের রোডম্যাপ ঘোষণার দাবি জানান মির্জা ফখরুল। বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া করোনা পরবর্তী জটিলতায় ভুগছেন। এখনও তিনি ঝুঁকিমুক্ত নন।