আমীর জাহিদ: আমাদের বাগানে সেই যে নীলমনিলতা আকাশ ছেয়ে নীল নীল থোকা থোকা হয়ে গাছের মাথা নুয়ে দিয়ে ঝুলছিল, আর হৃদয় মনকে অনাবিল আনন্দ দিয়ে যাচ্ছিল, সে কথা অনেকের মনে থাকার কথা।
গ্রীষ্মের প্রখর রৌদ্র তাপে নীলমনিলতা ফুলের অবশিষ্ট মাত্র নেই। তাঁর স্থান দখল করে লতায় পাতায় চারিদিকে বেড়ে উঠা শ্বেতশুভ্র বনপুলক আজকে আলোয় আলোয় স্নিগ্ধ সুরভী ও সৌরভ ছড়াচ্ছে। বনপুলকের সাথে আমার প্রথম পরিচয় মৃত্তিকা অফিস চত্বরে। মুসান্ডা ফুলের ছবি তুলতে গিয়ে দেখি একটা ঝোপাল গাছ সাদা সাদা ছোট ছোট ফুলে ছেয়ে আছে। কী স্নিগ্ধ পবিত্র রূপ! আমাদের জালাল বলল, স্যার এই গাছ অনেক বড় হয়। এরপর এই গাছ আর ফুলের অনেক তথ্য জেনেছি।
বনপুলক রবীন্দ্রনাথের দেয়া নাম। ইংরেজি নাম Sweet autumn clematis [মিষ্টি শারদীয় ক্লেমাটিস]। এ্যারোমেটিক জুঁই নামে লোকমুখে পরিচিত। বৈজ্ঞানিক নাম Clematis terniflora (ক্লেমাটিস টার্নিফ্লোরা)।এটি লতানো গাছ। ইংরেজীতে কেউ কেউ এই ফুলকে traveller’s joy, Goat’s beard, আবার অনেকে “old man’s beard” বলেও ডাকেন।এরোম্যাটিক জুঁই অনভিজ্ঞ লোকদের দেয়া নাম। জেসমিন ফুলকে আমরা বাংলায় জুঁই বা যুথী ফুল বলি। এরোম্যাটিক ইংরেজী শব্দ এর অর্থ সুগন্ধী। ব্যবসায়িক সুবিধা পাবার আশায় অথবা মানুষকে আকৃষ্ট করার জন্য এ রকম জোড়াতালি দেয়া নাম।
নার্সারীতে বর্তমানে একটা ক্লেমাটিস গাছকে আকর্ষণীয় আকৃতি দিয়ে ১৫০০-২৫০০ টাকায় বিক্রি করা হয়। এই গাছের কোন নির্দিষ্ট আকৃতি নেই, লতা জাতীয় গাছ বিধায় এই গাছের আকৃতি সব সময় অনিয়মিত (irregular type) টাইপের হয়। আপনি চাইলেই আপনার যেভাবে ইচ্ছা সেভাবেই এই গাছের আকৃতি দিতে পারেন।
এই গাছের চারা বীজ অথবা ডালের কাটিং থেকে তৈরি করা যায়। তবে বীজ থেকে চারা তৈরি করার অঙ্কুরোদগম হার খুব একটা সন্তোষজনক নয়। এ কারণে কাটিং থেকেই সবাই ক্লেমাটিসের চারা তৈরি করে। কাটিংএর জন্য ডাল হতে হবে মোটামুটি শক্ত ধরণের, একদম বেশি শক্তও নয়, আবার অতিরিক্ত সবুজ নরমও নয়। ক্লেমাটিসের জন্য উর্বর দোঁআশ মাটি খুব ভালো ও মাটির নিষ্কাশন ব্যবস্থা উন্নত মানের হতে হবে, যেন খুব দ্রুত পানি নেমে যেতে পারে। সুইট অটাম ক্লেমাটিস সহনীয় মাত্রায় পানি, রৌদ্রোজ্জ্বল ও আধো-ছায়াময় স্থানে জন্মায়। মাটির অম্লত্ব ৬.০-৭.০ ভাল। আগস্ট-সেপ্টেম্বরে প্রচুর ফুল ফোটে। নিয়মিত ঝাঝরি দিয়ে সেচ দিলে ভাল। সপ্তাহে ১ ইঞ্চি পরিমাণ পানি হলেই চলে, সেচ বা বৃষ্টির মাধ্যমে। ভিজা মাটি পছন্দ করে না।
Apply a low-nitrogen fertilizer, such as 5-10-10 in spring, then every few weeks through the growing season. ফ্লাওয়ারিং পিরিয়ড শেষে ইহাকে ভূমির সমতলে ছেঁটে দেয়া ভাল। এটা উচ্চতায় ৩০ ফুট পর্যন্ত হতে পারে, তবে ১৫ ফুট হচ্ছে আদর্শ পরিপক্ক গাছের আকার। ক্লেমাটিসকে বাড়তে দেয়ার জন্য অবলম্বন (বাঁশের ফালি বা শক্ত কাঠি) জুড়ে দিতে হয়। এটাকে মাঝে মাঝে প্রুনিং করে আকার-আকৃতি ঠিক রাখতে হয়, তা নাহলে ক্লেমাটিস অন্য গাছের জন্য সমস্যা হয়ে দেখা দিবে।