ড. প্রণয় বালা: তরমুজের যে সব রোগ হয় তার মধ্যে ফিউজেরিয়াম উইল্ট বা ঢলে পড়া রোগ অন্যতম।
ফিউজেরিয়াম উইল্ট বা ঢলে পড়া রোগ
ইংরেজি নাম: Fusarium Wilt
জীবাণু: Fusarium oxysporum
ফিউজেরিয়াম উইল্ট রোগের লক্ষণ:
১. গাছের যে কোনো বয়সে এ রোগ দেখা যায়।
২. চারা ও বড় গাছের পাতা ও গাছ হঠাৎ ঢলে পড়ে, পাতা হলুদ বা বাদামী রং ধারণ করে।
৩. পরে সর্ম্পূন গাছ মারা যায়।
ফিউজেরিয়াম উইল্ট রোগের দমন ব্যবস্থাপনা:
১. আক্রান্ত গাছ তুলে ফেলতে হবে।
২. রোগ প্রতিরোধী জাতের চাষ করা।
৩. তরমুজের জমিতে পলিথিন মালচ করে তাপমাত্রা বৃদ্ধি করে (প্রায় ৩২-৩৩° সে.) চাষ করা যেতে পারে।
৪. রিডোমিল গোল্ড/ ক্যাপটান ২ গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে প্রয়োগ করা যেতে পারে।
৫. তরমুজকে ফিউজোরিয়াম উইল্ট ও ঠান্ডা জনিত সমস্যা থেকে রক্ষার জন্য লাউ বা মিষ্টি কুমড়া গাছের ১২ দিন বয়সের চারাকে রুট স্টক(আদি জোড়) হিসেবে ব্যবহার করে ১৫ দিন বয়সের তরমুজের চারার সাথে জোড় কলম করে তরমুজের চাষ করে ভালো ফল পাওয়া যায়।
ড. প্রণয় বালা
সহকারী অধ্যাপক, কৃষিশিক্ষা, হাজী লালমিয়া সিটি কলেজ, গোপালগঞ্জ।