করোনা ইউনিটে রাজশাহী মেডিকেলের ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১০ জন করোনা পজেটিভ ছিলেন । বাকি দু’জন উপসর্গ নিয়ে ভর্তি ছিলেন।
আজ থেকে সংক্রমণ বেড়ে যাওয়ায় কঠোর লকডাউনে রয়েছে মাগুরা শহর। এই বিধিনিষেধ দিনাজপুর সদর উপজেলাতেও আগামীকাল সকাল ৬টা থেকে কার্যকর হবে।
দিনাজপুর স্থানীয় প্রশাসন জানায়, জেলায় করোনা আক্রান্ত হয়েছে ৬ হাজার ২৭১ জন। শুধু সদরেই আক্রান্ত তিন হাজার ৫৭৬ জন। তবে, যশোরে করোনা পরিস্থিতির লাগাম টানা যাচ্ছে না কঠোর বিধিনিষেধ দিয়েও । অতিরিক্ত রোগীর চাপে জায়গা সংকট দেখা দিয়েছে হাসপাতালে।