আজও ভোর থেকে দেশের উপকূলীয় জেলাসমূহসহ খুলনা ও বরিশাল বিভাগের বেশ কিছু স্থানে এবং দেশের অন্যত্র কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি বর্ষণ চলছে যা পরবর্তিতে চট্টগ্রাম বিভাগসহ দেশের অন্যান্য কিছু স্থানে বিস্তৃত হতে পারে।
আগামি ১৬ জুন থেকে পরবর্তী প্রায় ৫/৬ দিন চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনা থাকায় আকস্মিক জলাবদ্ধতা ও পাহাড়ি এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটতে পারে।
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের সকল সমুদ্রবন্দরে ৩ নং স্থানীয় সতর্কতা সংকেত অব্যাহত আছে।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় ৩৪.৩ ডি. সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল কিশোরগঞ্জের নিকলি উপজেলায় ২৪.৫ ডি. সেলসিয়াস।
গত ২৪ ঘন্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয় কিশোরগঞ্জের নিকলি উপজেলায় ৪৭ মিলিমিটার।
সূত্র:বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।