করোনাকালে বিয়ে বাড়িতে কোনো জাঁকালো অনুষ্ঠান নেই । এরই মধ্যে সম্প্রতি পাকিস্তানের এক বিয়ের ভিডিওতে দেখা যাচ্ছে কনের পরনে ১০০ কেজি ওজনের লেহেঙ্গা! । কনের এই পোশাকের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
আগে থেকেই কনের ইচ্ছে ছিল ১০০ কেজির লেহেঙ্গা পরবেন বিয়ের অনুষ্ঠানে। যেমন ভাবা তেমন কাজ! সুবিশাল লেহেঙ্গা পরেই বিয়ের পিঁড়িতে বসেন তিনি। এটি আকারে এতটাই বড় ছিল যে সেটি সামলাতে কয়েকজনের সাহায্য নিতে হয়েছে। বসার জায়গা পুরোটাই কনের দখলে। তার পাশে কোনও রকমে বসে রয়েছেন বর। সাধারণ বিয়ের পোশাকেই, শেরওয়ানি পাগড়ির সাজে।
ভিডিওটি দেখে সবারই প্রশ্ন একটাই, এত ভারী ও বড় লেহেঙ্গা কীভাবে সামলালেন ওই কনে? কারণ ১০০ কেজি ওজনের লেহেঙ্গা পরা কোনোভাবেই সাধারণ বিষয় নয়। বিয়ের বাড়িতে আসা অতিথিরাও অবাক হয়ে গেছেন কনের এমন কাণ্ড দেখে।
বিয়েতে আসা অতিথিরা প্রত্যেকেই জানিয়েছে, এমন বিশাল লেহেঙ্গা তারা আগে কখনই দেখেননি। আর শুধু ওজনে বেশি বা বিশাল আকৃতির জন্য নয়, লেহেঙ্গাটি দেখতেও অত্যন্ত সুন্দর। হাতের সেলাইয়ের কাজে ঝলমল করছিল লেহেঙ্গাটি ৷

বলাই বাহুল্য, ওই বিয়েতে সবাই কনের চেয়ে তার লেহেঙ্গা দেখতেই বেশি ব্যস্ত ছিলেন।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই এটি ব্যাপকভাবে ভাইরাল হয়। একজন কমেন্ট করেছেন, ‘এমন ঘটনা জীবনে দেখিনি।’ আরেকজন লিখেছেন, ‘কিভাবে এত বড় মাপের লেহেঙ্গাটি সামাল দিচ্ছে কনে?’ সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।