প্রায় দেড় বছর স্থগিত রাখার পর সৌদি আরব আগামী ১৭ মে আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে পারে।দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স এই সময়ের মধ্যে ফ্লাইট পরিচালনার জন্য পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন সংস্থাটির যোগাযোগ বিভাগের সহকারী মহাপরিচালক খালেদ বিন আব্দুলকাদের তাস।
এতে করে ওমরাহ ও হজ পালনকারীদের জন্য যাতায়াত পথ প্রশস্ত হবে। এর আগে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছিল যে, আগামী ১৭ মে আন্তর্জাতিক ফ্লাইট শুরু হতে পারে। সৌদিয়া এক টুইট বার্তায় আন্তর্জাতিক ফ্লাইট শুরু হওয়ার ইঙ্গিত দিয়েছে। ভ্রমণের শর্ত হিসেবে টিকাগ্রহণ বাধ্যতামূলক করা হতে পারে।